ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!
পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক হচ্ছে ট্রাফিক। উন্মুক্ত হচ্ছে দোকান-পাট, স্কুল সবকিছু যা স্বাভাবিক ছন্দের একটি গুরুত্বপূর্ণ দিক। এদিকে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলেও খুলছে একাধিক স্কুল। আরও একটা শান্ত রাত কাটল জম্মু কাশ্মীরে। সেনা সূত্রে খবর, গতকাল শেলিং বা ড্রোন-হামলার কোনও ঘটনা ঘটেনি। ব্ল্যাকআউট হয়নি। সীমান্ত লাগোয়া এলাকা ছাড়া বাকি সব জায়গায়সরকারি-বেসরকারি স্কুল-কলেজ খুলে যাচ্ছে মঙ্গলবার থেকেই। বুধবারে খুলে যাবে কাশ্মীর বিশ্ববিদ্যালয়। কিছু স্থানে ভারতীয় সেনা বাহিনীর নজরদারি চলছে।