পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!
রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!


অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে আগে বিপিএল সহ গরিব কার্ড হোল্ডারদের কাছ থেকে ডালের মূল্য প্রতিকিলো ৫৭ টাকা নেওয়া হতো।এখন ৫ টাকা বৃদ্ধি পাওয়ায় মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬২ টাকা। এপিএল ভোক্তাদের কাছ থেকে ১ কিলো ডালের মূল্য নেওয়া হতো ৮২ টাকা। এখন ডালের মূল্য ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ টাকা। চলতি মাস থেকে বর্ধিত ডালের মূল্য রেশনশপে কার্যকর হয়েছে। রেশনে ভোক্তাদের কার্ডপিছু ১ কিলো করে প্রতি মাসে ডালের বরাদ্দ থাকে। কেন আচমকা রাজ্যের সব রেশনে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে একলাফে ৫ টাকা বাড়ানো হল সে বিষয়ে প্রশ্ন করা হলে খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তা সুমিত লোধ জানান, সম্প্রতি নতুন করে রেশনশপের জন্য ডালের যে দরপত্র আহ্বান করা হয়েছে সেই দরপত্র চূড়ান্ত করার সময় আগের চেয়ে ডালের মূল্য বেশি পড়েছে।তিনি জানান, গোটা দেশে এখন মশুরি ডালের মূল্য নানাভাবে একটু বেশি।সেই কারণে নতুন দরপত্রে ডালের মূল্য বেশি পড়ায় রেশনশপেও মূল্য প্রতিকিলোতে রাজ্য সরকার ৫ টাকা বৃদ্ধি করেছে।

‘ত্রদিকে, রেশনে একলাফে ডালের মূল্য কিলোতে ৫ টাকা বৃদ্ধি পাওয়ায় রেশনে গিয়ে ভোক্তারা অসন্তোষ প্রকাশ করছেন।মূল্যবৃদ্ধি পাওয়ায় ভোক্তারা বিপাকে পড়েছেন। এদিকে, গত এপ্রিল মাসে রেশনে বিলম্বে ডাল পৌঁছায় মাসের শেষ হয়ে গেলেও এপ্রিল মাসের ভোক্তার বরাদ্দের ডাল রেশনশপ থেকে নিতে পারবেন। চলতি মে মাসের ডাল খুব শীঘ্রই রেশনশপে পৌঁছে যাবে বলে খাদ্য অধিকর্তা জানিয়েছেন। চলতি মাসে এখনও রেশনে চিনি না আসায় সে বিষয়ে স্বাদ্য অধিকর্তা জানান, গত এপ্রিল মাসে ভোক্তাদের একসঙ্গে কার্ডপিছু দুই কিলো করে চিনি দেওয়া হয়েছে। বাংলা নতুন বর্ষকে সামনে রেখে কার্ডপিছু দুই কিলো চিনি দেওয়া হয়। ভোক্তারা প্রতিমাসে নিয়ম অনুযায়ী ১ কিলো চিনি পান। সেই জায়গায় দুই কিলো চিনি দেওয়া হয় বলে খাদ্য অধিকর্তা জানান। চলতি মে মাসে রেশনে চিনি আসবে না বলেও জানান। চিনির জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র চূড়ান্ত হয়ে গেলে রেশনের জন্য চিনি আসবে। জুন মাসে রেশনে চিনি আসবে বলেও তিনি জানান।