August 2, 2025

উড়ে এল দুর্বৃত্ত পাকিস্তানের ৭০ ড্রোন, বুক চিতিয়ে লড়ল বীর বায়ুসেনা!

 উড়ে এল দুর্বৃত্ত পাকিস্তানের ৭০ ড্রোন, বুক চিতিয়ে লড়ল বীর বায়ুসেনা!

অনলাইন প্রতিনিধি :-জম্মুর পাশাপাশি জয়সলমীরেও আঘাত হানল দুর্বৃত্ত পাকিস্তান। তবে পাকিস্তানের ৭০টি ড্রোন আক্রমণ করলেও বুক চিতিয়ে লড়াই করে বীর বায়ুসেনা। পাক মিসাইলকে কোনও ক্ষতি করতে দেয়নি ভারতীয় সেনা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বীর বিক্রমে বুক চিতিয়ে লড়াই করেছে। পাক আক্রমণের পরে ব্ল্যাক আউট চলছে জয়সলমীরে। একই অবস্থা বিকানের, যোধপুরেও। জম্মুতে অন্ধকার, বলা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকআউট। তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেখানেও। বম্বিং হচ্ছে। শেলিং হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *