August 2, 2025

সর্বদলীয় বৈঠকে বড় বার্তা রাজনাথের!!

 সর্বদলীয় বৈঠকে বড় বার্তা রাজনাথের!!

২৫ মিনিটের অভিযানেই ধ্বংস করা হয়েছে নয় জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয়েছে একশোর বেশি জঙ্গিকে। তবে পাকিস্তান সেনার পরিকাঠামোয় কোনও আঘাত হানা হয়নি বলে সেনার তরফে গতকাল সাংবাদিক বৈঠকে জানানো হয়। পাকিস্তানের কোনও সাধারণ নাগরিকের উপরও আঘাত হানা হয়নি। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং আরো বলেন, পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে। ভারতীয় জওয়ানরা তার উপযুক্ত জবাব দিচ্ছে। “সিঙ্গুর অনগোয়িং অপারেশন”। ভারত আর অভিযান চালাতে চায় না। কিন্তু, পাক সেনা আক্রমণ করলে পাল্টা জবাব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *