ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

 ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন পবনদীপ রাজন ও তাঁর দুই সঙ্গী। দুর্ঘটনার পর পরই এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের নয়ডায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷ তবে, পবনদীপ রাজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। তাঁর পা এবং হাত দুর্ঘটনায় ভেঙে গিয়েছে বলে খবর ৷ উত্তরাখণ্ড থেকে নয়ডা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে ৷ রবিবার রাত আড়াইটের সময় উত্তরাখণ্ডের চম্পাওয়াতের সিলেন টকের বাসিন্দা সঙ্গীতশিল্পী পবনদীপ রাজন ও তাঁর বন্ধু অজয় মাহার এবং ড্রাইভার রাহুল সিংকে নিয়ে নয়ডা-দিল্লির উদ্দেশ্যে রওনা হন। গজরাউলায়, হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি ৷ দূর্ঘটনার কারন হিসেবে জানা যায় গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিল। এই কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.