August 2, 2025

শম্ভু-খানৌরি সীমান্তে লাঠিচার্জ পুলিশের, আটক ৭০০ কৃষক!!

 শম্ভু-খানৌরি সীমান্তে লাঠিচার্জ পুলিশের, আটক ৭০০ কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-পুলিশের সাথে কৃষকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো শম্ভু ও খানৌরি সীমান্ত। দুই সীমান্ত থেকে প্রায় ৭০০ কৃষককে আটক করেছে পাঞ্জাব পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাহত করা হয়েছে একাধিক জায়গায় ইন্টারনেট ব্যাবস্থা। ব্যক্তিগত একাধিক দাবি নিয়ে গত বছর দিল্লি চলোর ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি। কিন্তু হরিয়ানা পুলিশ দিল্লি ঢুকতে বাধা দম দেওয়ায় পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তেই বিক্ষোভ শুরু করেছিল কৃষকরা। সীমান্তেই আন্দোলন চালাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, বুধবার রাতে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই তাঁদের বলপূর্বক সরানো শুরু করে পুলিশ। সেই সময় উত্তেজনার সৃষ্টি হয়। সীমান্ত থেকে অবস্থান তুলে দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। ব্যাপক লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাসের শেলও ফাটানো হয়। বহু কৃষককে তোলা হয় প্রিজন ভ্যানে। বুলডোজার দিয়ে কৃষকদের অস্থায়ী আশ্রয় গুঁড়িয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *