August 2, 2025

উন্নয়ন কাজ পরিদর্শনে বিলোনিয়ায় প্রতিনিধি দল।।

 উন্নয়ন কাজ পরিদর্শনে বিলোনিয়ায় প্রতিনিধি দল।।

অনলাইন প্রতিনিধি ;-এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থাঅনুকূল্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরোজমিনে পর্যবেক্ষণ করতে বিলোনিয়ায় রবিবার এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সফর করেন। বিলোনিয়া শহরে পরিশ্রুত পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে উচ্চমানে সাজিয়ে তুলতে ২টি ওভারহেড ট্যাংক, পাঁচটি গভীর নলকূপ এবং আয়রন রিমুভার প্লান্টের কাজ চলছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায়। অন্যদিকে মাটির নিচে পানীয় জলের পাইপলাইন যেগুলি জং ধরে গেছে সেগুলোকে সংস্কার এবং নতুন ভাবে গড়ে তোলার জন্যও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিন বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরোজমিনে পর্যবেক্ষণ করে বৈঠক করেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন প্রিন্সিপাল আরবান ডেভেলপমেন্টের স্পেশালিস্ট (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) টম্মো উইদা, সিনিয়র প্রজেক্ট অফিসার ভবেশ কুমার, ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট কোর্ডিনেটর তথা চিফ ইঞ্জিনিয়ার মিহির কান্তি গোপ, সহ আরো অন্যান্যরা। সাথে ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ কাউন্সিলর অনুপম চক্রবর্তী ,বাদল ভৌমিক, সুসংকর ভৌমিক।
চিফ ইঞ্জিনিয়ার মিহির কান্তি গোপ জানিয়েছেন প্রথম দিন মোহনপুর, খোয়াই এবং শনিবার উদয়পুর বিভিন্ন জায়গায় ওয়াটার সাপ্লাইয়ের যেসব প্রকল্প হাতে নেয়া হয়েছে তা পর্যবেক্ষণ করা হয়। রবিবার বিলোনিয়া সফরে আসা। এর উদ্দেশ্য হচ্ছে প্রকল্পের যে সব কাজ হাতে নেওয়া হয়েছে সেই কাজগুলো শুরু হয়েছে কিনা । ঠিকভাবে চলছে কিনা তা দেখা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিরা এই প্রথম সফরে এলেন বিভিন্ন কাজ দেখতে। বিলোনিয়া শহর এলাকায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় ৫৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *