August 2, 2025

মহাকুম্ভে সেক্টর ৮-এর তাঁবু পুড়ে ছাই!!

 মহাকুম্ভে সেক্টর ৮-এর তাঁবু পুড়ে ছাই!!

অনলাইন প্রতিনিধি :-কুম্ভে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। তারপর পদপিষ্টের ঘটনায় তো দেশজুড়ে তোলপাড়। এবার ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা কুম্ভে। সোমবার সেক্টর ৮-এর মেলা প্রাঙ্গনে আগুন লাগে। ঘটনায় পুড়ে ছাই হয়েছে বেশ কয়েকটি তাঁবু। এই নিয়ে পঞ্চম বার লাগলো আগুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *