August 3, 2025

কেন্দ্রীয় বাজেট নিয়ে রাজ্যে সর্বানন্দ সনোয়াল!!

 কেন্দ্রীয় বাজেট নিয়ে রাজ্যে সর্বানন্দ সনোয়াল!!

শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নেত্তৃত্বে মাত্র ১০ বছরেই বিকাশের হাত ধরে সফলতা পেয়েছে ভারত। এই সফলতাতে দেশের ১৪০ কোটি জনতার মনোবল এবং আত্মবিশ্বাসও বেড়েছে। প্রধানমন্ত্রী প্রত্যেক বর্গের লোকেদের সবকা সাথ সাবকা বিশ্বাস এই মন্ত্রে দীক্ষিত করে একত্রিত করেছে। মাত্র ১০ বছরেই নীতি,পরিকল্পনা এবং কার্যক্রম প্রস্তুত করে সামাজিক ন্যায় এবং বড়সড় অর্থব্যবস্থার শক্তির যে যোগান বৃদ্ধি করেছে প্রতিটি ক্ষেত্রে যে বিকাশ হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যা কংগ্রেস বিগত ৫৫ বছরের রাজত্বেও করতে পারেনি। এর মূল কারণ তাদের কাছে ছিলনা নেতা নীতি আদর্শ কোনটাই ছিল না। সদ্য প্রকাশিত ২০২৫-২৬ অর্থবর্ষের যে বাজেট নির্মলা সীতারমন পেশ করেছে তা
আত্ননির্ভর ভারত গড়তে সাহায্য করবে। তাছাড়া এই বাজেটে গরীব, কৃষান, যুবা মহিলা প্রত্যেক কে এগিয়ে যেতে এই বাজেটে পলিসি পেশ করা হয়েছে। তেমনি এই বাজেটে উপকৃত হবে সমাজের বড় অংশের মধ্যবিত্ত। বাজেটে যে ১২ লক্ষ টাকা পর্যন্ত কর মুকুব করা হয়েছে তাতে ৫ কোটি ৬৫ লক্ষ মানুষ উপকৃত হবে। দেশের যে সব জেলায় উৎপাদন কম হয় বিভিন্ন কারণে ঐ সব জেলাকে বিশেষভাবে প্রমুখতা দেওয়া হবে। কৃষক দের জন্য সয়েল টেস্ট, ইরিগেশন সমস্ত ব্যাবস্থা তাদের জন্য রাখা হবে। যারা কৃষান ক্রেডিট কার্ডের অন্তর্ভুক্ত রয়েছে। ৭.৫ কোটি লোক এই কার্ডের অন্তর্ভুক্ত রয়েছে তাদের আগে লোন দেওয়া হত ৩ লক্ষ টাকা পর্যন্ত এখন সেটা ৫ লাখ অবধি বরাদ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *