August 3, 2025

হোটেল খোলা হচ্ছে পুষ্পবন্ত প্যালেসে : মুখ্যমন্ত্রী!!

 হোটেল খোলা হচ্ছে পুষ্পবন্ত প্যালেসে : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে হোটেল খোলা নিয়ে শনিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন,হোটেল খোলা হচ্ছে পুষ্পবন্ত প্যালেসে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এ দিন স্পষ্টত জানিয়ে দিলেন, কোনও অবস্থাতেই উন্নয়নমূলক কর্মযজ্ঞ থেকে সরে আসছে না সরকার।রাজন্য আমলে যা ছিল তা নষ্ট না করেই গড়ে তোলা হবে হোটেল।এতে দেশ-বিদেশ থেকে আগত পর্যটকরা আরও বেশি করে রাজ আমলের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে।মুখ্যমন্ত্রীর স্পষ্ট জবাব, নয়া সরকার গঠনের পরই সবচাইতে বেশি সম্মান জানানো হয়েছে রাজন্য স্মৃতি বিজড়িত বিভিন্ন প্রেক্ষাপটগুলিতে। এখনও রাজন্য স্মৃতি বিজড়িত বিষয়গুলিকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হচ্ছে। এদিক থেকে উন্নয়নমূলক যেকোনও কর্মযজ্ঞে বাধাদান না করাটাই যৌক্তিযুক্ত বলে আমি মনে করি।তার কথায়,রাজস্থানেও এমন বহু হ্যারিটেজ বিল্ডিং রয়েছে যেখানে বিলাসবহুল হোটেলই দাঁড়িয়ে রয়েছে এখন। নষ্ট না করে যদি হোটেল খোলা হয় তবে তা আরও ভালো হবে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *