August 2, 2025

৭৬ তম এনসিসি দিবস উদযাপন!!

 ৭৬ তম এনসিসি দিবস উদযাপন!!

অনলাইন প্রতিনিধি :-বিশ্বের বৃহত্তম ইউনিফর্মধারী যুব সংগঠন ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি)।
সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান শাখার সমন্বয়ে, দেশের যুব সমাজকে সুশৃঙ্খল এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়তা করে এনসিসির ট্রেনিং। আজ ৭৬ তম এনসিসি দিবস। আজকের দিনটি গোটা দেশের পাশাপাশি রাজ্যেও উদযাপিত হয় যথাযোগ্য মর্যাদায়। এই এনসিসি দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রবিবার আগরতলা লিচুবাগান স্থিত এলবার্ট এক্কা পার্ক থেকে দৌড় ও বাইসাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ এনসিসি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ কর্নেল রাজশেখর। এদিন এনসিসি দিবস উপলক্ষে প্রথমে দৌড় প্রতিযোগিতা এবং পরে বাইসাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । পতাকা নাড়িয়ে দৌড় প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যপাল। পাশাপাশি তিনি এদিন বাইসাইকেল প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *