August 2, 2025

ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট!!

 ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের
প্রধান দুই হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক প্রচণ্ড রক্ত সংকট চলছে।জিবি এবং আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট এতটাই যে সংকটাপন্ন রোগীর জন্যও রক্ত মিলছে না।হাসপাতালে ভর্তি সংকটাপন্ন রোগীর জন্য দুই হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রোগীর আত্মীয় চিকিৎসকের লিখে দেওয়া রিক্যুজিশন নিয়ে গেলেও ব্লাড ব্যাঙ্ক থেকে বলে দেওয়া হচ্ছে রক্ত নেই।ডোনার নিয়ে আসার জন্য ব্লাড ব্যাঙ্ক থেকে বলে দেওয়া হচ্ছে।শুধু তাই নয়, রোগীর চাহিদামতো নির্দিষ্ট গ্রুপের রক্ত দিতে পারবেন এমন ডোনার আনার জন্য জিবি এবং আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে বলে দেওয়া হচ্ছে বলে রোগী ও রোগীর আত্মীয়দের অভিযোগ।রাজ্যের প্রধান দুই সরকারী রেফারেল হাসপাতালে রক্তশূন্যতায় মুমূর্ষু ও সংকটাপন্ন রোগীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকটের কারণে রক্তের জন্য জরুরি ভিত্তিতে ডোনার খুঁজে পেতে হন্যে হয়ে ঘুরছেন ক্ষুব্ধ উদ্বিগ্ন রোগীর আত্মীয়রা।কেন ব্লাড ব্যাঙ্কে প্রচণ্ড রক্ত
সংকট চলছে সে বিষয়ে ব্লাড ব্যাঙ্কে খোঁজ নিয়ে জানা গেছে,শারদোৎসবের কারণে আগের মতো আর এখন স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে না। ক্লাব ও বিভিন্ন সংস্থা শারদোৎসব নিয়ে ব্যস্ত থাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে না।দুর্গা পুজো গিয়ে লক্ষ্মীপুজো শেষ হলো। কিন্তু তারপরও স্বেচ্ছায় রক্তদান শিবির নেই।সামনেই আবার দীপাবলি উৎসব, কালীপুজো ও ভাইফোঁটা। ফলে পুজো উৎসবের এই মরশুমে ক্লাব, সামাজিক সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিটি স্বেচ্ছায় রক্তদান শিবির করার দিকে এগোচ্ছে না।বিস্ময়কর ব্যাপার হলো, এ বিষয়ে রাজ্য সরকারের রক্ত সঞ্চালন পর্ষদও ঠুটো জগন্নাথ।এই অভিযোগ হাসপাতালের।রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের কাজ হল ক্লাব,সামাজিক সংস্থা, প্রতিষ্ঠান, বিভিন্ন কমিটির সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করে তাদের দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির করানো।রক্তদান শিবির করার জন্য তাদের উৎসাহ দেওয়া।কিন্তু শারদোৎসবের এই মরশুমে রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ ব্লাড ব্যাঙ্কে রক্তের প্রচণ্ড সংকটের খবর জেনেও বিস্ময়করভাবে হাত পা গুটিয়ে বসে রয়েছে বলে অভিযোগ।সারা বছর যাতে সবসময় পর্যাপ্ত স্বেচ্ছায় রক্তদান শিবির হয় এবং কোনওভাবেই ব্লাড ব্যাঙ্কে যাতে রক্তের সংকট না থাকে সেই লক্ষ্যে রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ ঘটা করে প্রতি বছর ক্যালেন্ডার প্রকাশ করে।২০২৪ সালেও কবে কোথায় কারা রক্তদান শিবির করবে রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ সেই ক্যালেন্ডারও প্রকাশ করেছিল। কিন্তু তারপরও কেন এখন শারদোৎসবের মরশুমে জিবি এবং আইজিএম ব্লাড ব্যাঙ্কে রক্তের এই সংকট দেখা দিল এ নিয়েও রোগী,হাসপাতাল ও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। জানা গেছে,শুধু জিবি এবং আইজিএম ব্লাড ব্যাঙ্কেই নয়, রাজ্যে যত সরকারী হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক রয়েছে সেখানেও রক্তের সংকট চলছে।
এদিকে,যদিও জিবি এবং আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছে কয়েকটি গ্রুপের খুব অল্প পরিমাণ রক্ত রয়েছে।তবে ডোনার ছাড়া রোগীর নির্দিষ্ট গ্রুপের রক্ত ব্লাড ব্যাঙ্ক থেকে যে মিলছে না তাও ব্লাড ব্যাঙ্ক সূত্র জানিয়েছে।তবে ব্লাড ব্যাঙ্কের এই রক্ত সংকটের মধ্যেও বেসরকারী নার্সিং হোমগুলির তরফে ব্লাড চেয়ে রিক্যুজিশনও আসছে। অথচ আগরতলার সব নার্সিং হোম মিলে একটি ব্লাড ব্যাঙ্ক চালু করার জন্য গত ১০ বছর আগেই স্বাস্থ্য দপ্তর থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল।কিন্তু আজ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের সেই প্রস্তাব মতো নার্সিং হোমগুলি সম্মিলিত একটি ব্লাড ব্যাঙ্ক এখন পর্যন্ত চালু করতে পারেনি।অবাক করার বিষয় হলো,স্বাস্থ্য দপ্তরের প্রস্তাব নার্সিং হোমগুলি কার্যকর না করলেও রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তর নির্বিকার ভূমিকাই পালন করছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *