August 2, 2025

প্রোগ্রেসিভ ইউথ ক্লাবে ফুঁটে উঠবে ‘নর্থ সেন্টিনাল আইল্যান্ড’!!

 প্রোগ্রেসিভ ইউথ ক্লাবে ফুঁটে উঠবে ‘নর্থ সেন্টিনাল আইল্যান্ড’!!

অনলাইন প্রতিনিধি :-আর মাত্র একটা দিনের অপেক্ষা, এরপরই শাস্ত্র মতে প্রত্যেকটি প্যান্ডেলে প্যান্ডেলে পূজিত হবেন মা দশভূজা। তাই ধরনীর বুকে রকমারি আয়োজনের বাহার। দিকে দিকে দেবী বরণের আয়োজনে ব্যাস্ত বিভিন্ন পূজো উদ্যোক্তা ক্লাব থেকে শুরু করে বারোয়ারী পূজো উদ্যোক্তারা। তেলিয়ামুড়া মহকুমার অন্যতম বনেদী ক্লাব গুলির মধ্যে একটি করুইলং এলাকার প্রোগ্রেসিভ ইউথ ক্লাব। এবছর ৪৯ তম বছরে পদার্পণ করেছে এই ক্লাব। এবছর বিগত বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোর বাজেট খানিকটা কমিয়ে প্রায় ২৬ লক্ষ টাকা বাজেট নিয়ে তারা তেলিয়ামুড়া ও রাজ্য বাসীর সামনে যে থিম নিয়ে হাজির হয়েছে তা হল ভারতের আন্দামান দ্বীপ-পুঞ্জের ‘নর্থ সেন্টিনাল আইল্যান্ড’। তাছাড়া তিনি গোটা রাজ্যবাসী সহ তেলিয়ামুড়া বাসীকে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের দ্বারা আয়োজিত এই শারদ উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানান। মন্ডপ সজ্জা থেকে শুরু করে মূর্তি বহি: রাজ্য পশ্চিম বাংলার বিখ্যাত কারিগরদের দিয়ে তৈরি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *