August 3, 2025

পেজার বিস্ফোরণে লেবাননে মৃত্যুমিছিল!!

 পেজার বিস্ফোরণে লেবাননে মৃত্যুমিছিল!!

অনলাইন প্রতিনিধি :-মধ্য প্রাচ্যে ক্ষমতার লড়াইয়ে এবার নয়া মোড়। নয়া মোড়ে অস্ত্র বা রকেট দিয়ে হামলা নয়, এবার পকেটেই ঘুরছে বিস্ফোরক। যখন তখন বিস্ফোরণ ঘটছে দুমদাম করে। এতে কারো মৃত্যু ঘটছে,তো কারো আবার হাত-পা খোয়াচ্ছেন। লেবাননে লাগাতার পেজার বিস্ফোরণে এখোনো কমপক্ষে মৃত্যু হয়েছে ৯ জনের। লেবাননে পেজারে পরপর বিস্ফোরণে ২৭৫০ এর অধিক বলে আহত হয়েছে বলে জানা গেছে। সূত্রে খবর, বিস্ফোরণটি হিজবুল্লাহ সংগঠন পেজারের মাধ্যমে ঘটেছে। এই পেজারগুলি হিজবুল্লাহ যোদ্ধারা নিজেদের মধ্যে যোগাযোগ বহন করতে ব্যবহার করত। কিন্তু এটি হ্যাক করে বিস্ফোরণ ঘটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *