August 3, 2025

রেশন সামগ্রীর হদিশ নেই!!

 রেশন সামগ্রীর হদিশ নেই!!

অনলাইন প্রতিনিধি :-রেশন
ভোক্তাদের বঞ্চিত করে একাংশ অসাধু রেশনশপ ডিলার অবাধে খোলাবাজারে ভোক্তার বরাদ্দের রেশন সামগ্রী বিক্রি করেই চলেছে। গত রবিবার খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী রেশনশপ পরিদর্শনে গিয়ে তিনটি রেশনশপের ব্যাপকভাবে চাল খোলা বাজারে বিক্রি করে দেওয়ার ঘটনা ধরে ফেলেন।পজ মেশিন চার্জ করে ধরা পড়ে ১৩৪ নম্বর রেশনশপে ৭ কুইন্টার চাল, ২৮ নম্বর রেশনশপে ৩০০ কিলো চাল ও ৪৬ নম্বর রেশনশপে ২০০ কিলো চালের কোনও হদিশ নেই।তিন রেশনশপ ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সদর মহকুমাশাসক মানিক লাল দাস তিন দিনের সময় দিয়ে ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দেন।রবিবারের এই অভিযানে সদর খাদ্য কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিকও ছিলেন।
এদিকে ৬৫ নম্বর রেশনশপে চাল, ডাল, চিনির ব্যাপক পরিমাণ হদিশ না থাকায় সদর মহকুমাশাসক রেশনশপের পজ মেশিন সিল করে দিয়েছেন। খোলা বাজারে পাচার করে দেওয়া পুরো খাদ্যসামগ্রী কিনে এনে ডিলারকে মজুত করার জন্য নির্দেশ দেন সদর মহকুমাশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *