August 3, 2025

ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চান ড. ইউনুস!!

 ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চান ড. ইউনুস!!

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দরকার।কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে।বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।ড. ইউনুস বলেন, প্রতিবেশীর সঙ্গে পারস্পরিক
সমান সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন আছে।শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে ভারত-বাংলাদেশের
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ইউনুস।প্রধান
উপদেষ্টা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা
বাড়াতে সার্ক পুনরুজ্জীবনের উপর গুরুত্বারোপ করে বলেছেন,এ বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করতে আগ্রহী।ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত
পাঁচ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।গত আট আগষ্ট শান্তিতে নোবেল বিজয়ী
অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথগ্রহণ করে। আজ সরকারের একমাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ১৫০জন ছাত্র প্রতিনিধি সরকার প্রধানের সাথে মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,তোমাদের মন্ত্র কী, সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না।এটা একটা বড় মন্ত্র।এই মন্ত্র ধরে রাখো।মন্ত্র যদি শিথিল হয়ে যায়, আমাদের কপালে অশেষ দুঃখ আছে।সেই দুঃখ যেন আমাদেরকে দেখতে না হয়। অভ্যুত্থান পরবর্তীতে তরুণরা দেশের হাল ধরেছে উল্লেখ করে ড. ইউনুস বলেন, তরুণরা দেশের হাল ধরেছে, তারা অনন্য এক বাংলাদেশ তৈরি করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের নিজ নিজ চিন্তায় অনড় থাকার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, তোমাদের চিন্তা স্বচ্ছ ও সঠিক। তোমরা নিজ নিজ চিন্তায় অনড় থাকো।কেউ যদি স্বপ্ন পূরণের চিন্তা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেয়, সেটা গ্রহণ করো না।তিনি বলেন, স্বপ্ন বাস্তবায়ন থেকে যদি আমরা দূরে সরে যাই, দেশবাসী তাহলে আমাদেরকে সতর্ক করে দেবে। আমাদের কারোর কোনও ইচ্ছা নেই এই স্বপ্নের বাইরে যাওয়ার। আমাদের সার্বক্ষণিক কাজ হলো স্বপ্ন বাস্তবায়ন করা। একযোগে এই কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *