September 20, 2025

ত্রিপুরার ১ম ম্যাচ প্রতিপক্ষ সিবিএসসি!!

 ত্রিপুরার ১ম ম্যাচ প্রতিপক্ষ সিবিএসসি!!

অনলাইন প্রতিনিধি :-বেঙ্গালুরুতে
ছেলেদের অনূর্ধ্ব পনেরো সাব জুনিয়র সুব্রত কাপ ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বে ত্রিপুরা প্রথম ম্যাচে লড়বে সিবিএসসির বিরুদ্ধে। সোমবার হবে ম্যাচটি।দুপুর আড়াইটায়।গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচ খেলবে ত্রিপুরা। কুড়ি আগষ্ট দ্বিতীয় ম্যাচে মিজোরাম, বাইশ আগষ্ট তৃতীয় ম্যাচে বিহার এবং তেইশ আগষ্ট চতুর্থ তথা শেষ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচ খেলবে ত্রিপুরার এভেঞ্জার ইংলিশ মিডিয়াম স্কুল টিম। এয়ারফোর্স গ্রাউন্ডে ম্যাচগুলো হবে।সবকটি ম্যাচই হবে দুপুর আড়াইটায়।চব্বিশ আগষ্ট কোয়ার্টার ফাইনাল এবং ছাব্বিশ আগষ্ট দুটো সেমিফাইনাল।আটাশ আগষ্ট হবে ফাইনাল।
সুব্রত কাপ ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টটিতে অংশ নিতে শনিবার রাতেই বিমানে বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছে গেছে ত্রিপুরা টিম।সকালে মেডিকেল হয়েছে।তাতে ত্রিপুরা টিমের সমস্ত প্লেয়ার উত্তীর্ণ হয়েছে।বিকালে টিমটা ঘন্টাখানেক সময় অনুশীলন করে নিয়েছে।সন্ধ্যায় সমস্ত টিম কোচ ও ম্যানেজারদের নিয়ে মিটিংয়ে বসেছিল আয়োজক কমিটি।সেখানে টিমগুলোর হাতে ম্যাচের ক্রীড়াসূচি তুলে দেওয়া হয়। আগামীকাল গ্রুপ পর্বের প্রথম ম্যাচ।প্রতিপক্ষ সিবিএসসি।ওই ম্যাচ নিয়ে রাতেই ত্রিপুরা টিমের মিটিং হয়।তাতে ম্যাচ প্ল্যানিং ঠিক করা হয়েছে।ত্রিপুরা টিমের কোচ অনুপ ত্রিপুরা।যিনি ত্রিপুরা স্পোর্টস স্কুলের একজন প্রাক্তন প্লেয়ার ও ফুটবলার ছিলেন।তার কোচিংয়ে এবার রাজ্যে সুব্রত কাপ ফুটবলে দক্ষিণ জেলা সাব্রুমের এভেঞ্জার ইংলিশ মিডিয়াম স্কুল টিম তৈরি হয় এবং রাজ্যভিত্তিক আসরের ফাইনাল পর্যন্ত খেলেছিল। তবে ফাইনালে পশ্চিম জেলার খুম্পুই একাডেমির কাছে হেরে গিয়েও শেষ পর্যন্ত রাজ্যের হয়ে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে সাব্রুমের এভেঞ্জার ইংলিশ মিডিয়াম স্কুল।রাজ্য আসরে চ্যাম্পিয়ন হলেও বয়স বাড়িয়ে কয়েকজন ফুটবলারকে খেলানোর অভিযোগে খুম্পুই একাডেমিকে বহিষ্কার করা হয়েছিল।তাদের পরিবর্তে এভেঞ্জার ইংলিশ মিডিয়াম স্কুল টিমটিকে বাইরে পাঠায় ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *