August 2, 2025

মহাকাশে আটকে গেলেন সুনীতা উইলিয়ামস!!

 মহাকাশে আটকে গেলেন সুনীতা উইলিয়ামস!!

অনলাইন প্রতিনিধি :-ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস চলতি মাসের পাঁচ তারিখে তাঁর সহকর্মীর সাথে তৃতীয়বারের মতো মহাকাশে পাড়ি দিয়েছিলেন। ১৭ দিন অতিক্রান্ত হওয়ার পর পৃথিবীতে ফেরার পালায় বেগ পেতে হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামসকে। গত ১৪ জুন পৃথিবীতে ফেরার কথা ছিল সুনীতা এবং ব্যারির। পরে তা পাল্টে ২৬ জুন করা হয়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে ২৬ জুনও ফেরা হবে না তাঁদের। জানা যাচ্ছে মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির কারণেই অনিশ্চিত দিনের জন্য আটকা পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসতে সুনীতার আরও সময় লাগবে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. টানা ১০ দিন সেখানে গবেষণার কাজ চালিয়ে যাওয়ার কথা ছিল তাঁদের। NASA-র তরফে জানানো হয়েছে,আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিরাপদে রয়েছেন সুনীতা এবং ব্যারি। আরও সাত নভোশ্চর রয়েছেন সেখানে। যে হোয়িং স্টারলাইনার মহাকাশযানটিতে চেপে সুনীতা এবং ব্যারি সোখানে পৌঁছন, তাতেই গোলযোগ দেখা দিয়েছে। পৃথিবীতে ফেরার জন্য ওই মহাকাশযানে থ্রাস্টার হিসেবে ২৮টি ছোট রকেট ব্যবহার করা হবে। ওই রেকটগুলি থেকেই ছিদ্রপথে বার বার হিলিয়াম নির্গত হচ্ছে বলে জানা গিয়েছে। রয়েছে সেখানে। এই মুহূর্তে পরিস্থিতি খতিয়ে দেখছে NASA. আগামী সোম এবং মঙ্গলবার মহাকাশে সুনীতা এবং ব্যারিকে স্পেসওয়াকে পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। তাই মহাকাশে প্রায় একমাস সুনীতা এবং ব্যারিকে কাটাতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *