January 11, 2026

মহিলা সহ দুই রোহিঙ্গা আটক!!!

 মহিলা সহ দুই রোহিঙ্গা আটক!!!

অনলাইন প্রতিনিধি :-তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গীয়াকামি থানার অন্তর্গত ৪১ মাইল এলাকাতে স্থানীয় পুলিশের হাতে নাকা চেকিং এর সময় দুইজন রোহিঙ্গা নাগরিক আটক হয়, এর মধ্যে একজন মহিলা।
জানা গেছে, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতে মুঙ্গিয়াকামীর পুলিশের রুটিন নাকা চেকিং চলাকালীন তেলিয়ামুড়ার দিক থেকে একটা টমটমে করে তিনজন লোক আসছিলেন। তবে বিপদের আশঙ্কা বুঝতে পেরে একজন টমটম থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়, কিন্তু বাকিদেরকে পুলিশ আটক করে নেয়। এর পরবর্তী সময়ে পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের কাছ থেকে যে আইকার্ড উদ্ধার করে সেই মূলে পুলিশ নিশ্চিত হয় যে, তারা রোহিঙ্গা। এই বিষয়ে মুঙ্গিয়াকামি থানার পুলিশ সুনির্দিষ্ট একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *