August 2, 2025

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ!

 ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ!

অনলাইন প্রতিনিধি :-আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়ার অনুমোদিত রাজ্যের ব্যাডমিন্টন সংস্থাকে অবৈধ ঘোষণা করে নতুন কমিটি গঠন করেছিলেন জিষ্ণু দেববর্মা ও রতন সাহারা। জাতীয় স্তরে প্রতিযোগিতায় রাজ্যের দল পাঠালে ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদেরকে অবৈধ ঘোষণা করে।পাশাপাশি দিল্লির পাটিয়ালা হাইকোর্টে একটি মামলা ঠুকে দেয় তাদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে অবৈধ কমিটির পক্ষ নিয়ে আজ রাজ্যের ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহার পদত্যাগের দাবিতে উনার হোটেলের সামনে ত্রিপুরা প্লেয়ারস ফোরাম বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি তারা দাবি করে সঞ্জীব সাহার নেতৃত্বে যে কমিটি আছে তা নির্বাচন চলাকালীন করা হয়েছে যা অবৈধ। এবং সঞ্জীব সাহা সহ কমিটির সকল সদস্যদের অবিলম্বে পদত্যাগের দাবি জানান। পাশাপাশি এই কমিটির বিরুদ্ধে অর্থনৈতিক একাধিক অভিযোগ রয়েছে এবং কোর্টে ইতিমধ্যে মামলা করা হয়েছে বলেও জানান তারা। গ্রেপ্তারও করতে হবে এ দাবিও রাখেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *