August 2, 2025

নেশা সামগ্রী ও আগ্নেয়াস্ত্র সহ আটক ১ যুবক!!

 নেশা সামগ্রী ও আগ্নেয়াস্ত্র সহ আটক ১ যুবক!!

অনলাইন প্রতিনিধি :-মতিনগর সীমান্তে উদ্ধার কোটি টাকার মাদক সহ অস্ত্রশস্ত্র। গ্রেফতার কুখ্যাত মাদক কারবারি!
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বে পুলিশ এবং বিএসএফের ৪২ নম্বর বাহিনীর সি কোম্পানির যৌথ অভিযানে মতিনগর স্কুল সংলগ্ন এলাকায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক। গ্রেফতার করা হয়েছে কুখ্যাত মাদক কারবারি সুন্দর আলীকে। সুন্দর আলীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক পিস্তল এবং দুটি পিস্তলের ম্যাগাজিন সহ আট রাউন্ড তাজা বুলেট।
সুন্দর আলী সহ উদ্ধার নেশা সামগ্রী বিএসএফের হেফাজত থেকে আমতলী থানায় নেওয়া হচ্ছে বলে খবর। এই অভিযানে ৫৯,২০০ টি ইয়াবা ট্যাবলেট, ৫০ টি ফেন্সিডিলের বোতল সহ উদ্ধার হয় বাংলাদেশি ২৩,৫৫০ টাকা এবং একটি অত্যাধুনিক পিস্তল সহ ম্যাগাজিন এবং তাজা বুলেট সহ অন্যান্য সন্দেহজনক জিনিসপত্র। পুলিশ সুন্দর আলীকে গ্রেফতার করেছে।
উদ্ধারকৃত মাদক সহ সামগ্রীর দাম কোটি টাকার উপরে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *