August 3, 2025

রাজীব গান্ধীর ৩৩ তম প্রয়াণ দিবস পালিত!!

 রাজীব গান্ধীর ৩৩ তম প্রয়াণ দিবস পালিত!!

অনলাইন প্রতিনিধি :-আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৩ তম মৃত্যুবার্ষিকী। তিনি তার মা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৪ সালে মাত্র ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি। তিনি ছিলেন ভারতবর্ষের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালের ২১ মে শ্রীপেরামবুদুরে আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে, এনটিটিআই সন্ত্রাসীরা rdx বিস্ফোরণের মাধ্যমে উনাকে হত্যা করে। তখন উনার বয়স ছিল ৭৬ বছর। আজ উনার ৩৩তম মৃত্যু বার্ষিকী। এই দিনটিকে সন্ত্রাসবিরোধী দিবস হিসেবেও পালন করা হয়। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরায়ও যথাযোগ্য মর্যাদায় এই দিনটিকে পালন করা হলো। এদিন সকালে কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব। পরবর্তীতে গান্ধী ঘাটের শহীদ ব্যতীত শ্রদ্ধা নিবেদন করেন তারা। পাশাপাশি রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কংগ্রেস ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা প্রথমেই দেশের উন্নয়নে রাজীব গান্ধীর বিভিন্ন কাজগুলোর কথা তুলে ধরেন। তিনি আরও বলেন ভারতবর্ষ উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীব গান্ধীর প্রদর্শিত পথ থেকে বিচ্যুত করেছে। সারা দেশ জুড়ে গণতান্ত্রিক অধিকার খর্ব করে ভারতের সংহতিকে বিনষ্ট করে দেশের সংবিধানকে বিলুপ্ত করার পথে হাটছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *