August 2, 2025

নির্বাচনি টুকিটাকি!!

 নির্বাচনি টুকিটাকি!!

অনলাইন প্রতিনিধি ::-ফেক ভিডিও কড়া নির্দেশ কমিশনের:-নির্বাচন কমিশনের কড়া নির্দেশ। রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, তাদের গোচরে যাবার তিন ঘন্টার মধ্যে সামাজিক মাধ্যম থেকে সমস্ত ফেক ভিডিও মুছে ফেলতে হবে।সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অভিনেতা আমির খান, রণবীর সিংকে জড়িয়ে কিছু ফেক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।এআইকে অ্যাপ ব্যবহার করে রাজনৈতিক দলগুলি, ফেক ভিডিও ছড়াচ্ছে বলে অভিযোগ আসছে। তাই এ মর্মে রাজনৈতিক দলগুলিকে নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন।

সনাতনবিরোধী কংগ্রেসঃ নাড্ডা:-কংগ্রেসকে সনাতনবিরোধী, রাম বিরোধী বললেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।একই সাথে তার অভিযোগ, কংগ্রেস দেশবিরোধী চক্রের সাথে হাত মিলিয়েছে।তেলেঙ্গানায় ভোট প্রচারে গিয়ে শ্রীনাড্ডা বলেন, পুঞ্চে জঙ্গি হানাকে নির্বাচনি স্টান্ট বলছে কংগ্রেস।তাই তারা দেশবিরোধী চক্রের সাথে হাত মিলিয়েছে বলে অভিযোগ বিজেপি সভাপতির।

কংগ্রেসের ইস্তাহার পড়ুন মোদি, আবেদন আবদুল্লার:- জম্মু কাশ্মীরের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বলেছেন,প্রধানমন্ত্রী কংগ্রেসের ইস্তাহার পড়েননি। তাই বিজেপি নেতারা কংগ্রেস ইস্তাহার সম্পর্কে উল্টাপাল্টা বকছেন।প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বেশ কিছু মন্তব্য নিয়ে শ্রীআব্দুল্লা বলেন, কংগ্রেসের ইস্তাহার মনে হয় প্রধানমন্ত্রী পড়েননি।দোহাই, কংগ্রেসের ইস্তাহারটা পড়ুন প্রধানমন্ত্রী আবেদন আব্দুল্লার।

দেশে জঙ্গলরাজ হবে: শাহ:-
বিহারে ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, যদি ইন্ডিয়া জোট দেশে ক্ষমতায় ফেরে তাহলে জঙ্গলরাজ কায়েম হবে।ঝাড়খণ্ডে টাকা উদ্ধারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ইন্ডিয়া নেতৃত্ব যে দুর্নীতিগ্রস্ত তা এই ঘটনায় প্রমাণিত।

ঝাড়খণ্ডে উদ্ধার বিপুল অর্থ, চাঞ্চল্য:-লোকসভা ভোট চলাকালীন ঝাড়খণ্ডে এক মন্ত্রীর পিএসের গৃহপরিচারকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা। এই ঘটনায় বেজায় চাঞ্চল্য ছড়িয়েছে।বিজেপি নিশানা তাক করেছে কংগ্রেস জেএমএমের দিকে।কেন্দ্রীয় সংস্থা ইডির হানাদারিতে সোমবার ২০-২৩ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *