August 2, 2025

কলকাতায় ধৃত অভিযুক্তকে আনা হল রাজ্যে!!

 কলকাতায় ধৃত অভিযুক্তকে আনা হল রাজ্যে!!

অনলাইন প্রতিনিধি :-উষাবাজারের ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে যুক্ত সন্দেহে কলকাতায় রবিবার রাতে গ্রেপ্তার হওয়া বীরচক্র ঘোষকে সোমবার বিমানে আগরতলায় নিয়ে আসা হয়। আলিপুর আদালত থেকে ট্রানজিট রিমাণ্ডে বীরচক্র ঘোষকে আগরতলায় নিয়ে আসে পশ্চিম জেলার অ্যাডিশন্যাল এসপি চিরঞ্জীব চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ টিম। গ্রেপ্তার হওয়া বীরচক্র ঘোষের বাড়ি ঊষাবাজার সংলগ্ন সিনাইহানী এলাকায়।পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে।তবে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিষয়ে কোনও মামলা নেই।ভিকি হত্যাকাণ্ডের বিষয়ে মামলা রয়েছে তার ভাই প্রভাকর ঘোষের বিরুদ্ধে।বীরচক্র ঘোষকে এয়ারপোর্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার তাকে আদালতে সোপার্দ করে বিমাণ্ডের আবেদন জানাবে পুলিশ। পাশাপাশি ইতিমধ্যে ভিকি হত্যাকাণ্ডে ধৃত প্রদ্যোত ধর চৌধুরী সহ অভিযুক্ত এক যুবতীকেও মঙ্গলবার আদালতে সোপার্দ করবে পুলিশ।এ পর্যন্ত ভিকি হত্যাকাণ্ডে পুলিশ এক যুবতী সহ তিনজকে গ্রেপ্তার করেছে।তবে হত্যা মামলায় মূল অভিযুক্ত সাত জনের মধ্যে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পুলিশ জানায়, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে রাজ্য ও বহিঃরাজ্যে অভিযান জারি রেখেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *