August 2, 2025

নির্বাচনি টুকিটাকি! “

 নির্বাচনি টুকিটাকি! “

অনলাইন প্রতিনিধি :-অখিলেশের তোপে বিজেপি:-সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব শুক্রবার বলেছেন, বিজেপি দেশের যুবক যুবতীদের কাছ থেকে চাকরি ছিনিয়ে নিয়েছে।তারা দেশে কর্মসংস্থানের জোগান দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।একই সাথে উত্তরপ্রদেশ সরকারকে ‘পেপার লিক কাণ্ডে’ একহাত নিয়েছেন অখিলেশ।এ জন্য যুবক যুবতীদের বিবেচনা করতে আবেদন জানান সপা সুপ্রিমো।

কংগ্রেসকে আক্রমণে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ:-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, মুসলিমদের জন্য পৃথক আইন আনতে চলেছে কংগ্রেস।তাই তার প্রশ্ন- দেশ কি শাহরিয়া আইন অনুযায়ী চলবে।ছত্তিশগড়ের বেমেতারা কেন্দ্রে ভোটের প্রচার করতে গিয়ে শ্রীশাহ বলেন, যারা অযোধ্যায় রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যেতে নারাজ তাদের দেশ শাসন করার কোনও অধিকার নেই মোদি থাকতে।

সংবিধান বদলাবে না: নবনীত:-মহারাষ্ট্রের অমরাবতী কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সাংসদ নবনীত রানা শুক্রবার বলেছেন, নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন দেশে কেউ সংবিধান বদলাতে পারবে না।একই সাথে তিনি বলেন, দেশের মহিলাদের যোগ্য সম্মান, অধিকার, সুযোগ সুবিধা দিচ্ছেন মোদি এবং তার শাসনকালে দেশে সংবিধান পাল্টানো হবে বলে কংগ্রেস যে দাবি করছে তা তিনি খন্ডন করেন।উল্লেখ্য, ২০১৯ সালে তিনি এই কেন্দ্র থেকে নির্দল সাংসদ হিসাবে জয়ী হয়েছিলেন।

মুসলিম প্রার্থী নেই, প্রতিপদ
কংগ্রেস নেতার:
মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে একজন মুসলিমকেও প্রার্থী করা হয়নি কংগ্রেসের তরফে। এরই প্রতিবাদে কংগ্রেসের স্টার প্রচারকের তালিকা থেকে তাকে বাদ দিতে মহারাষ্ট্র কংগ্রেসের ওয়ার্কিং সভাপতি নাসিম খান চিঠি লিখলেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে।চিঠিতে তিনি লেখেন,পরবর্তী দফার নির্বাচনি প্রচারে আমি থাকতে পারছি না।

দীনেশ শর্মার দাবি:-বিজেপি নেতা দীনেশ শর্মা শুক্রবার বলেছেন, উত্তরাধিকার আইন নিয়ে রাহুল গান্ধীর আঙ্কেল শ্যাম পিত্রোদা বিদেশে বসে কংগ্রেসের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে।কংগ্রেস ক্ষমতায় এলে যে মানুষের সম্পত্তি নিয়ে নেবে তা তাদের পরিকল্পনা রয়েছে।শ্রীশর্মা উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।মহারাষ্ট্রে তিনি বিজেপির প্রচার কমিটির ইনচার্জ।শ্রীশর্মা এ দিন বলেছেন, সংবিধান বদলানো হবে বলে কংগ্রেস যে প্রচার চালাচ্ছে তা ঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *