August 2, 2025

তৃতীয় শতকের প্রাচীন মূর্তি উদ্ধার হল মানেসরের গ্রাম থেকে!!

 তৃতীয় শতকের প্রাচীন মূর্তি উদ্ধার হল মানেসরের গ্রাম থেকে!!

অনলাইন প্রতিনিধি :-ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর তৃতীয় শতকের প্রাচীন ব্রোঞ্জের মূর্তি উদ্ধার হল মানেসরের বাগহাঙ্কি গ্রাম থেকে।এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কয়েকজন গ্রামবাসী যখন একটি নতুন বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন সেই সময়েই সেখান থেকে প্রাচীন এই তিনটি মূর্তি উদ্ধার করা হয়। প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, যে তিনটি মূর্তি পাওয়া গিয়েছে তার মধ্যে একটি মূর্তি বিষ্ণুর এবং আরেকটি মূর্তি মাতা লক্ষ্মীর। আরও একটি মূর্তিতে দেখা যাচ্ছে, ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী একসঙ্গে বসে আছেন। সরকারের হাতে এই মূর্তিগুলি তুলে দেওয়া হয়েছে। হরিয়ানা সরকারের প্রত্নতত্ত্ব ও জাদুঘর দপ্তরের সহ অধিকর্তা ডঃ বনানী ভট্টাচার্য বলেন, ‘ব্রোঞ্জের এই মূর্তিগুলি ৪০০ বছরেরও বেশি প্রাচীন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।সঠিকভাবে গবেষণা করার পরেই এই বিষয়ে সঠিক তথ্য দেওয়া যাবে। আমাদের জাদুঘরে পরবর্তীকালে মূর্তিগুলি রাখা থাকবে। যে এলাকা থেকে এই মূর্তিগুলি পাওয়া গিয়েছে সেই এলাকা আমরা পুরোপুরি ঘুরে দেখেছি। তাতেই আমাদের মনে হচ্ছে, মূর্তিগুলি ৪০০ বছরের পুরোনো হবে।’ সম্প্রতি বাগহাঙ্কি গ্রামে ওই জমিটি কেনেন প্রভু দয়াল নামের এক ব্যক্তি। গত সপ্তাহ থেকে নতুন বাড়ি তৈরির জন্য জেসিবি মেশিনের সাহায্যে মাটি খননের কাজও শুরু করে দেওয়া হয়। সেই কাজ করতে গিয়েই প্রভু দয়াল ওই মূর্তি তিনটি দেখতে পান। তারপরেই খবর দেওয়া হয় প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের। এবার এই নিয়ে সম্পূর্ণ গবেষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *