August 2, 2025

অমরপুরে ভোটের জোর তৎপরতা!

 অমরপুরে ভোটের জোর তৎপরতা!

অনলাইন প্রতিনিধি :-রাত পোহালেই লোকসভা আসনের ভোট, প্রস্তুতি চুড়ান্ত পর্যায়ে। বৃহস্পতিবার সাত সকাল থেকেই পূর্ব আসনের অন্তর্গত অমরপুর মহকুমার দুটি বিধানসভা নির্বাচন ক্ষেত্র  ৪১-অম্পিনগর ও ৪২- অমরপুর কেন্দ্রের ভোট কর্মীরা কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যদিয়ে ইভিএম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। অমরপুর মহকুমার দুটি বিধানসভা নির্বাচন ক্ষেত্রে মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ১০৮টি। তার মধ্যে অম্পিনগরে ৫৫টি ও অমরপুরে ৫৩টি। দুটি কেন্দ্রেই পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশি। দুটি বিধানসভা নির্বাচন ক্ষেত্রেই দুইটি করে চারটি মডেল ভোট গ্রহণ কেন্দ্র, দুইটি করে চারটি সম্পূর্ণ মহিলাদের পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র, দুটি সম্পূর্ণ দিব্যাঙ্গদের পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র, দুটি সম্পূর্ণ যুবকদের পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র, দুই বিধানসভা এলাকায় ছয়টি করে মোট বারোটি বিশেষ ধরনের ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। দুটি বিধানসভা নির্বাচন ক্ষেত্রে মোট ভোটার ৮৬,৮২৩জন। তার মধ্যে ৪১- অম্পিনগরে ৪২,৭৭১জন এবং ৪২-অমরপুরে ৪৪,০৫২ জন ভোটার রয়েছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *