ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!
বিলুপ্তির পথে হালখাতা সংস্কৃতি।।

অনলাইন প্রতিনিধি :-বাকি আর দুদিন। তারপরে রাজ্যবাসী বরণ করে নেবে নতুন বছরকে।শুরু হবে বাংলা ১৪৩১ সাল।নতুন বছরকে বরণ করে নেওয়ার পাশাপাশি ব্যবসায়ীরা তাদের ব্যবসার লেনদেনে নতুন খাতা যাত্রা কড়ানোতে মেতে উঠবে। তবে আগের সেই প্রাচুর্য এখন আর ততটা নেই। কম্পিউটার ও প্রযুক্তির দুনিয়ায় হালখাতা অনেকটাই গুরুত্ব হারিয়েছে।

হালখাতা শুধু হিসাব নিকাশের বিষয়ই নয়, এটি ক্রেতা -বিক্রেতার মধ্যে সম্পর্কের সেতুবন্ধন হিসাবে কাজ করে। এটি একটি ঐতিহ্যগত পরম্পরা। পাওনা আদায়ের পাশাপাশি ক্রেতাদের আপ্যায়নের বিষয়টিও জড়িয়ে আছে হালখাতা ঘিরে। সেই রীতি এখন আর নেই বললেই চলে। তবুও হালখাতার যাত্রা কিছুটা রয়ে গেছে। পয়লা বৈশাখে বিভিন্ন ঠাকুর বাড়িতে গিয়ে খাতার যাত্রা করানোর ছবি এখনো কিছুটা দেখা যায়। তাই বাজারে এসে গেছে হালখাতা।