August 3, 2025

আস্ত ব্রীজ খুলে নিচ্ছে দুস্কৃতির দল!!

 আস্ত ব্রীজ খুলে নিচ্ছে দুস্কৃতির দল!!

অনলাইন প্রতিনিধি :-আস্ত লোহার ব্রীজ খুলে নিয়ে যাচ্ছে দুস্কৃতির দল। এমনই ভয়ানক ঘটনা নজরে এসেছে মঙ্গলবার। মোহনপুর মহকুমার লেফুঙ্গা আরডি ব্লকের অধীনে একটি লোহার ব্রীজের টানা জয়েজ এবং রড খুলে নিয়েছে দুষ্কৃতিকারীরা। ঘটনা সোমবার রাতে। বিষয়টি মঙ্গলবার সকালে স্হানীয় বাসিন্দাদের নজরে এসেছে। লেফুঙ্গা থেকে গামছা কোবরা – বরকাঠাল যাওয়ার রাস্তার মধ্যেই এই ব্রীজটির অবস্থান। যার ফলে ব্রীজটি এখন দুর্বল হয়ে পড়েছে। যেকোনো সময় ব্রীজটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে গ্রামবাসীরা এখন গাছের ডালা ফেলে ব্রীজের উপর চলাচল আটকে রেখেছে। একইসাথে সতর্কতা মূলক ব্যানার লাগিয়ে দিয়েছে। কিন্তু এই ব্রীজটি দিয়েই লেফুঙ্গা আর ডি ব্লক এবং লেফুঙ্গা হাসপাতালে পাহাড়ি এলাকার জনসাধারণের যাওয়া আসা করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *