August 2, 2025

প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত দিল্লি!!

 প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত দিল্লি!!

অনলাইন প্রতিনিধি :-মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিল আম আদমি পার্টি । দিল্লির প্যাটেল চক মেট্রো স্টেশনের কাছে আপ নেতৃত্বের তরফে কর্মসূচি শুরু হতেই মুহূর্তে তা রণক্ষেত্র রূপ ধারণ করে। বিক্ষোভকারীদের আটকাতে শুরু হল ধরপাকড়। দিল্লি পুলিশের হাতে আটক হলেন পাঞ্জাবের মন্ত্রী তথা আপ নেতা হরজোৎ সিং বাইন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে একাধিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের তরফে।গোটা চত্বরে ১৪৪ ধারা জারির পাশাপাশি কোনওরকম মিটিং-মিছিলের উপর জারি ছিল নিষেধাজ্ঞা। নির্দেশ অমান্য করে প্যাটেল চক মেট্রো স্টেশনের কাছে আপ কর্মী সমর্থকদের জমায়েত শুরু হতেই সতর্ক হয়ে যায় পুলিশ। পুলিশ তড়িঘড়ি এলাকায় ১৪৪ ধারা জারি করে। তবে পুলিশের নির্দেশকে উড়িয়ে আরও কর্মী-সমর্থক এসে জড়ো হয় ওই এলাকায়। এর পরই বিক্ষোভকারীদের সরাতে মাঠে নামে ‘অমিত শাহের বাহিনী’। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের মাঝেই আটক করা হয় পাঞ্জাবের মন্ত্রী হরজোৎ সিং বাইন-সহ একাধিক আপ কর্মী-সমর্থককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *