August 2, 2025

আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন!!

 আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন!!

অনলাইন প্রতিনিধি :-উৎসাহ ও উদ্দীপনায় ত্রিপুরা গ্রামীণ ও ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় আগরতলা প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।রবিবার পুরাতন জেল সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।এছাড়া অন্যদের মধ্যে সম্পাদক রামকান্ত দে, স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিশুদের জন্য ও বারো বছরের ঊর্ধ্বের ছেলেমেয়েদের স্প্রিন্ট, শার্টল রান, স্পুন রেস, কিক দ্য বল ইত্যাদি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে।

বড়দের মধ্যে কিক দ্য বল, মিউজিকেল বল, টিপ পড়ানি, পাতিল ভাঙা সহ কুড়িটি ইভেন্টে খেলা হয়েছে।
প্রতিটি খেলায় আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহ সভাপতি সৈয়দ সাজ্জাদ আলি, সম্পাদক রমাকান্ত দে, যুগ্ম সম্পাদক কমল চৌধুরী, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তোলার পেছনে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের বেশ ক’জন ফিজিক্যাল ইনস্ট্রাকটর এবং প্রেস ক্লাবের একাধিক কর্মীবন্দের অবদান এবং ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষের ভূমিকা অনস্বীকার্য।প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের স্মারক উপহারে সম্মানিত করা হয়েছে।সবশেষে ক্লাব সম্পাদক রমাকান্ত দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *