August 2, 2025

মশা নিধনে রাস্তায় ছাত্রীরা!!

অনলাইন প্রতিনিধি :-দারুণ উদ্যোগ নিলো আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের ছাত্রীরা।

জৈব পদ্ধতিতে কিভাবে রাজধানী শহরে মশার তান্ডব থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়, সে বিষয়ে জনগনকে সচেতন করার উদ্যোগ নিয়েছে ছাত্রীরা। তাঁরা জানায়, রাজধানী শহরে সন্ধ্যার পর কোথাও এক মুহুর্ত-বসার উপক্রম নেই মশার তান্ডবে। মশার এতটাই বাড়বাড়ন্ত যে, দিনের বেলাতেও জীবনযাত্রাকে একপ্রকার অতিষ্ট করে তুলছে।

শহর আগরতলায় যে সমস্ত ড্রেন গুলি আছে সেগুলি পরিচ্ছন্ন না থাকার কারনে, নোংরা স্থায়ী জলে মশার বংশ বিস্তার ক্রমশই বাড়ছে। আর এর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, হাইফিবার, এনকেফেলাইটিসের মতো মারনব্যাধির সৃষ্টি হচ্ছে। তাই জৈব মশা নিরোধক পদ্ধতি ব্যবহার করে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যেতে পারে।

যেমন, ব্যবহৃত শুকনো চাপাতা, শুকনো কমলার খোসা, নারিকেলের ছোবড়া, শুকনো নিমপাতা ইত্যাদি পুড়িয়ে যে ধোঁয়া নির্গত হয় তা ব্যবহার করে মশা প্রতিরোধ করা সম্ভব।

এই বিষয়ে আহ্বান জানিয়ে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা বুধবার লিফলেট বিলি করে আগরতলা শহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *