August 2, 2025

ঘরে বসেই কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসাদ পাবেন ভক্তরা!!

 ঘরে বসেই কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসাদ পাবেন ভক্তরা!!

অনলাইন প্রতিনিধি :-কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসাদ যাতে ভক্তরা ঘরে বসেই পেতে পারেন সেজন্য অভিনব পদক্ষেপ নিলেন ডাকঘর কর্তৃপক্ষ।বারাণসী অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল কৃষ্ণকুমার যাদব জানিয়েছেন, ডাক বিভাগের স্পিড পোস্টের মাধ্যমে ভক্তের ঠিকানায় পৌঁছে যাবে মন্দিরের প্রসাদ।শুধু সাধারণ একটি পদ্ধতি অবলম্বন করতে হবে ভক্তদের। পোস্টমাস্টার জেনারেল কৃষ্ণকুমার জানিয়েছেন, শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্ট এবং ডাক বিভাগের মধ্যে যে চুক্তি হয়েছে সেই অনুযায়ী, ভক্তরা স্পিড পোস্টের মাধ্যমে শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসাদ বাড়ি বসেই পেয়ে যাবেন। এই পরিষেবা পেতে হলে বাড়ির কাছের কোনও ডাকঘর থেকে ‘সিনিয়র সুপারিনট্যানড্যান্ট অফ পোস্ট অফিসেস, বারাণসী (ইস্ট) ডিভিশন- ২২১০০১’-এর নামে ই-মানি অর্ডার করে ২৫১ টাকা পাঠিয়ে দিতে হবে। এই ই-মানি অর্ডার পৌঁছে গেলেই দ্রুত ভক্তের ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছে যাবে মন্দিরের প্রসাদ।তাপ নিরোধক একটি খামের মধ্যে ভালভাবে প্যাক করে প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে ভক্তের ঠিকানায়’- বললেন পোস্টমাস্টার জেনারেল।

তিনি জানান, এই প্যাকেটের মধ্যে থাকবে শ্রী কাশী বিশ্বনাথ জ্যোর্তিলিঙ্গের ছবি, মহামৃত্যুঞ্জয় যন্ত্র, শ্রী শিব চালিশা, ১০৮ টি রুদ্রাক্ষের মালা, বেল পাতা, ভোলে বাবা এবং মাতা অন্নপূর্ণার ছবি দেওয়া একটি কয়েন, বিভূতি, রক্ষা সূত্র, রুদ্রাক্ষ গুটিকা, শুকনো ফল এবং একটি মিষ্টির প্যাকেট।স্পিড পোস্টে এইসব পৌঁছে যাবে ভক্তের ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *