August 3, 2025

ক্যাবল চ্যানেল বন্ধে মেমো ইস্যু বাড়লো উদ্বেগ!!

 ক্যাবল চ্যানেল বন্ধে মেমো ইস্যু বাড়লো উদ্বেগ!!

অনলাইন প্রতিনিধি :- স্থানীয় ক্যাবল টিভি সম্প্রচার নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তার এখনও কোনও নিরসন হয়নি।বরং উদ্বেগ আরও বেড়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকা মোতাবেক স্থানীয় ক্যাবল চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এখন মেমোরেন্ডাম ইস্যু করা হয়েছে।এমএসওগুলিকে মেমোরেন্ডামের মাধ্যমে স্থানীয় ক্যাবল চ্যানেলগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।এই মেমোরেন্ডাম জারি হওয়ার পর নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। কেননা,যেকোনও সময় সম্প্রচার বন্ধ করে দিতে পারে এমএসওগুলি।ফলে স্থানীয় ক্যাবল চ্যানেলের মালিক এবং কর্তৃপক্ষরা নতুন করে উৎকণ্ঠার মধ্যে পড়েছে।উল্লেখ্য, গত মাসের শুরুতে কেন্দ্রীয় তথ্য মন্ত্রকের নির্দেশিকা জারি হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নিজে উদ্যোগ নিয়ে এই ব্যাপারে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজ্য থেকে একটি প্রতিনিধি দল দিল্লী গিয়ে কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে বৈঠক করে তাদের বাস্তব পরিস্থিতি ও সমস্যার কথা তুলে ধরেছিলেন।সাংসদ বিপ্লব কুমার দেবও এই বিষয়ে পৃথকভাবে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলেছিলেন। ত্রিপুরার ক্ষেত্রে বিশেষ কোনও ব্যবস্থা করা যায় কিনা।কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, বিষয়টি বিবেচনা করার।কিন্তু এখনও এই বিষয়ে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বরং নতুন করে মেমোরেন্ডাম ইস্যু করায় এখন ফের উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *