August 2, 2025

শহর উন্নয়ন পরিদর্শনে মেয়র!!

 শহর উন্নয়ন পরিদর্শনে মেয়র!!

অনলাইন প্রতিনিধি :-আগরতলা শহরের প্রতিটি জলাশয়ের সৌন্দর্যায়নের কাজ হাতে নিয়েছে পুর নিগম। শহরের অনেকগুলি জলশয়ের সৌন্দর্যায়নের কাজ চলছে দ্রুত গতিতে। তার মধ্যে একটি হচ্ছে আগরতলা নাগেরজলা সর্দার পুকুরের সৌন্দর্যায়নের কাজ। এই কাজ মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছিল । যার খরচ ধরা হয়েছে ১ কোটি ৪০ লক্ষ টাকা। সেই কাজের অগ্রগতি শনিবার খাতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন এলাকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। দীর্ঘদিন ধরেই এই জলাশয়টি পরিত্যাক্ত অবস্থায় পড়েছিল। পুর নিগমের মেয়রের তৎপরতায় অবশেষে ব্যবহারযোগ্য হয়ে উঠছে পুকুরটি। আগামী এক মাসের ভেতরে উদ্বোধন হতে পারে এই প্রকল্পের জানান, মেয়র দীপক মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *