August 2, 2025

প্রেস ডে’র সম্মাননা প্রদানে সরকারী কমিটি!!

 প্রেস ডে’র সম্মাননা প্রদানে সরকারী কমিটি!!

অনলাইন প্রতিনিধি :- আগরতলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটিকে ব্রাত্য রেখে ‘ন্যাশনাল প্রেস ডে’ – উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কার প্রাপক সাংবাদিকের নাম নির্বাচন করার কমিটি।বিষয়টি প্রকাশ্যে আসতেই এই নিয়ে রাজ্যের সংবাদমাধ্যম ও সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া এবং গুঞ্জন শুরু হয়েছে।প্রতি বছরই ‘ন্যাশনাল প্রেস ডে’ উপলক্ষে রাজ্যের একজন সাংবাদিককে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।এই অনুষ্ঠান আয়োজন হয় মূলত প্রেস ক্লাব এবং রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে।সেই সাথে পুরস্কার প্রাপক সাংবাদিকের নাম নির্বাচনে প্রেস ক্লাবের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ।এটাই ঐতিহ্য।এর আগে এই ঐতিহ্য বজায় রেখেই পুরস্কার প্রাপক সাংবাদিককে নির্বাচিত করা হয়েছে।গত বছর নিয়ম অনুযায়ী ১৬ নভেম্বর রবীন্দ্র ভবনে আগরতলা প্রেস ক্লাব ও তথ্য দপ্তরের যৌথ উদ্যোগে ন্যাশনাল প্রেস ডে-এর অনুষ্ঠান আয়োজন হলেও, রহস্যজনক কারণে গত বছর কোনও সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়নি। গত বছরের বকেয়া থাকা সেই সম্মাননা প্রদান করার জন্য সাংবাদিকের নাম নির্বাচন করতে তথ্য দপ্তর থেকে গত ১৬ ফেব্রুয়ারী একটি কমিটি গঠন করা হয়েছে।বিস্ময়কর ঘটনা হলো,সেই কমিটিতে আগরতলা প্রেস ক্লাব কার্যকরী কমিটির কাউকে রাখা হয়নি।এই নিয়েই প্রশ্ন উঠেছে।প্রশ্ন উঠেছে আগরতলা প্রেস ক্লাবকে ব্রাত্য রাখা হলো কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *