August 2, 2025

প্রধানমন্ত্রী আসাম সফরে আসছেন ৩রা!!

 প্রধানমন্ত্রী আসাম সফরে আসছেন ৩রা!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ৩ এবং ৪ ফেব্রুয়ারী আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি দিতেই প্রধানমন্ত্রীর এই সফর। আসামে মোট ১৪ লোকসভা কেন্দ্রের মধ্যে কীভাবে অধিকাংশতে বিজেপির ঝুলিতে আনা যায়,তা নিয়েও রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রস্তুত হবে নির্বাচনি রণকৌশল।তাই নির্বাচনি রাজনীতি গরম করতে তিনি এখানে আসছেন।আর মোদির আগমনকে কেন্দ্র করে রাজ্য বিজেপি এবং প্রশাসনে এখন থেকেই বাঁধভাঙা ব্যস্ততা চলছে। গুয়াহাটি খানাপাড়া ময়দানে আয়োজন করা হবে বিশাল জনসভা।যেখানে হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুধু তাই নয়, মোদির হাত ধরেই রাজ্যে প্রায় ১০ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন হবে বলে জানা গেছে।সে সঙ্গে প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করবেন গুয়াহাটি আদাবাড়ির আলবোই রণ উদ্যান।এছাড়া ভার্চুয়ালি উন্মোচন করবেন বীর লাচিতের সুবিশাল প্রতিমূর্তি।একই সঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বেশ কয়েকটি মেডিকেল কলেজ ও হাসপাতালের। উল্লেখ্য, মোদির আসাম সফরের প্রাক্ মুহূর্তে দিসপুর জনতা ভবনে একের পর এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী বিধায়কদের।জানা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ৩ ফেব্রুয়ারী খানাপাড়ায় প্রায় এক লক্ষ প্রদীপ প্রজ্বালন করবে বিজেপির মহিলা ও যুব মোর্চা।একই সঙ্গে প্রায় ২ হাজার বাইক র‍্যালি করে প্রধানমন্ত্রীকে এগিয়ে আনবে বিজেপি কর্মীরা এবং ৪ ফেব্রুয়ারী বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *