August 2, 2025

কাজের মহিলার কান্ড দেখে অবাক সকলে!!

 কাজের মহিলার কান্ড দেখে অবাক সকলে!!

অনলাইন প্রতিনিধি :-বাড়িতে কাজের লোক রাখছেন? তাহলে এখনই সতর্ক হোন। কেননা, আপনার আস্হা ও বিশ্বাসে যে কোনও সময়ে বড় আঘাত আসতে পারে। কাজের লোক সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তবেই কাজে নিযুক্ত করুন। নতুবা উধাও হয়ে যেতে পারে টাকা পয়সা সোনাদানা। এমনই এক ঘটনা ঘটলো ভাটি অভয়নগর নিবাসী ডক্টর ইন্দ্রনীল নন্দির বাড়িতে। বয়স্ক মা ও দিদাকে দেখার জন্য পশ্চিম ভুবনবনের যমুনা ভট্টাচার্য্য নামে এক কাজের মহিলাকে নিযুক্ত করেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে।তারপর থেকে বাড়ির বিভিন্ন জিনিস মিসিং হতে থাকে। যেহেতু বাড়িতে কোন পুরুষ লোক থাকে না দুজনকে দেখাশোনা করার জন্য যমুনাই শুধু বাড়িতে থাকে। ফলে বাইরের লোক যে চুরি করবে না তা এক প্রকার নিশ্চিন্ত। ফলে যমুনার প্রতি সন্দেহ বাড়তে থাকে। কিন্তু হাতে নাতে ধরতে পারছিলেন না। তাই উপায় না পেয়ে প্রায় প্রতিদিনই বাড়ি থেকে বের হওয়ার আগে ইন্দ্রনীল বাবু একটি মোবাইল ফোন লুকিয়ে উনার শোবার ঘরে ভিডিও করার মুডে রেখে দিতেন। শেষমেশ সেই মোবাইলেই ধরা পড়ে যমুনার কীর্তিকলাপ।পাশাপাশি ওনার মা ও জানালা দিয়ে দেখতে পায় আলমারি খুলে টাকা সরানোর দৃশ্য।রবিবার সকালে যমুনাকে আটক করে নিয়ে আসা হয় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা টাকা, একটি ল্যাপটপ, সোনার অলংকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *