August 3, 2025

সহায়ক মূল্যে ১,৩১,২৭৯ এমটি ধান ক্রয় করা হয়েছেঃ সুশান্ত!!

 সহায়ক মূল্যে ১,৩১,২৭৯ এমটি ধান ক্রয় করা হয়েছেঃ সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-বিগত ২০২০-২১,২০২১-২২ এবং ২০২২-২৩ এই তিনটি অর্থ বছরে রবি ও খারিফ মরশুমে সরকারী ভাবে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে মোট ১ লক্ষ ৩১ হাজার ২৭৯ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে।এতে রাজ্যে মোট ৬৭ হাজার ১৭৮ জন কৃষক উপকৃত হন।বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের উত্তরে আজ লিখিতভাবে খাদ্য ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানান।খাদ্যমন্ত্রী জানান,কেন্দ্রীয় সরকারের ডিসেন্ট্রালাইজড প্রকিউরমেন্ট পদ্ধতিতে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করে এবং এমপেনেন্ড মিলার দ্বারা মিলিং করে উৎপাদিত চাল গণবন্টন ব্যবস্থার মাধ্যমে বিতরণ করে।তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের গণবন্টনের জন্য বার্ষিক পরিমাণ চাল এফসিআই’র মাধ্যমে প্রদান করে তার সঙ্গে প্রকিউরমেন্ট থেকে প্রাপ্ত চাল অ্যাডজাস্টমেন্ট করা হয়। কৃষকদের ধানের মূল্য প্রথমে খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট ফান্ড থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয় এবং পরবর্তী সময়ে এই অর্থ কেন্দ্রীয় সরকারের কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রণালয় খাদ্য দপ্তরকে রিইমবার্সমেন্ট করে থাকে। তিনি আরও জানান,রাজ্যে ধান ক্রয়ের ক্ষেত্রে এফসিআই- এর সরাসরি কোনও ভূমিকা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *