August 3, 2025

নিলামে উঠল দাউদের শৈশবের ভিটে!!

 নিলামে উঠল দাউদের শৈশবের ভিটে!!

অনলাইন প্রতিনিধি :- নিলামে উঠল ডন দাউদ ইব্রাহিমের বাড়ি।শুক্রবারই দাউদের বাড়ি-সহ অন্যান্য একাধিক জিনিপত্র বিক্রি হয়ে গেল।ওইদিন নিলামে তোলা হল দাউদের ছোটবেলার বাড়ি।এছাড়াও বিক্রি হল মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ মামলার মূলচক্রীর তিনটি সম্পত্তি। সেফমা’ আইনের আওতায় নর দাউদের এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। উল্লেখ্য, সপ্তাহদুয়েক আগেই গুজব ছড়িয়েছিল পাকিস্তানে মৃত্যু হয়েছে দাউদের। মহারাষ্ট্রের মুম্বাকে গ্রামে দাউদের বাড়ি-সহ চারটি ফার্ম হাউস নিলামে তোলা হয়। প্রত্যেকটি বাড়িই দাউদের মা আমিনা বাঈয়ের নামে নথিভুক্ত ছিল। বর্তমান বাজার অনুযায়ী চারটি বাড়ির দাম প্রায় প্রায় কুড়ি কোটির কাছাকাছি। শুক্রবার তিনভাবে এই বাড়িগুলোর নিলাম হল। মুখবন্ধ খামে টেন্ডার ডাকার পাশাপাশি ই-অকশনেও এই সম্পত্তি কেনার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, অর্থমন্ত্রকের অধীনে ‘সেফমা’ আইন মোতাবেক বাজেয়াপ্ত করা হয়েছিল দাউদের সম্পত্তি। প্রসঙ্গত, গত ন’বছরে দাউদের মোট ১১টি সম্পত্তি নিলাম করা হয়েছে। তার মধ্যে একটি রেস্তরাঁ বিক্রি হয়েছে সাড়ে চার কোটি টাকায়। গেস্ট হাউসের দাম উঠেছিল প্রায় চার কোটি টাকা। এছাড়াও সাড়ে তিন কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছিল দাউদের ৬টি ফ্ল্যাট। এবার বিক্রি হল মুম্বাকেতে দাউদের ছোটবেলার বাড়ি।
১৯৮৩ সালে মুম্বই আসার আগে এই বাড়িতেই থাকতেন কুখ্যাত ডন। উল্লেখ্য, কয়েকদিন আগেই খবর ছড়িয়ে পড়েছিল, শরীরে বিষক্রিয়ার জেরে করাচির হাসপাতালে ভর্তি করতে হয়েছে দাউদ ইব্রাহিমকে। দাউদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই গোটা পাকিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবায় কড়াকড়ি শুরু হয়। লাহোর, ইসলামাবাদ, করাচির মতো দেশের প্রধান শহরগুলিতেও পাত আটটার পরে ইন্টারনেট পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়। তবে রে জানা যায়, দাউদ সুস্থই আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *