August 3, 2025

সমন্বয়ের করুন অবস্হা!!

 সমন্বয়ের করুন অবস্হা!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি (এইচ বি রোড), নামে যে বামপন্থী কর্মচারী সংগঠন দীর্ঘ সময় অঘোষিত ভাবে রাজ্য সরকার ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করে গেছে।যে সংগঠনের নেতা নেত্রীদের দাপটে বাঘে-গরুতে এক ঘাটে জল খেয়েছে।যে সংগঠন প্রতিটি সরকারি অফিস ও দপ্তরকে অঘোষিত ভাবে লাল ঝান্ডার পার্টি অফিস হিসাবে গড়ে তুলেছিল।যে সংগঠনের নেতা নেত্রীদের অঙ্গুলি হেলন বা অনুমোদন ছাড়া কর্মচারীদের নিজেদের ইচ্ছে অনুযায়ী এক পা দেওয়ার ক্ষমতা ছিলো না। বিরোধী রাজনৈতিক মতাদর্শের কর্মচারীদের শায়েস্তা করতে যাদের জুড়ি ছিলো না, তারাই ক্ষমতা হারিয়ে মাত্র ছয় বছরে অস্তিত্বহীন পড়েছে।

তারাই আজ ‘লুন্ঠিত অধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র কর’ এই শ্লোগানকে সামনে রেখে ১৪ তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন করছে জনা কয়েক কর্মচারী নিয়ে। তাও বর্তমানে সকলে চাকরিতে আছেন কিনা সন্দেহ। আগরতলা টাউন হলে আয়োজিত এই সম্মেলন চলবে দুদিন। সম্মেলন উপলক্ষে শনিবার আগরতলা টাউন হলে আয়োজিত হয় প্রকাশ্য সমাবেশ। সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অল ইন্ডিয়া স্টেট গভর্মেন্ট এমপ্লই ফেডারেশনের সাধারণ সম্পাদক এস শ্রী কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *