January 10, 2026

অশান্ত খুমুলুঙ!!

 অশান্ত খুমুলুঙ!!

অনলাইন প্রতিনিধি :-রাজনৈতিক সন্ত্রাসে অশান্ত খুমুলুঙ! বাইক সহ গাড়ি ভাঙচুর। আগুনে জ্বলেছে পার্টি অফিস। বুধবার টাকারজলা বেলবাড়ী এলাকায় বিজেপির যুব মোর্চার সাংগঠনিক সভাকে কেন্দ্র করে তিপ্রামথা এবং বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬জন বিজেপি যুব মোর্চার কর্মী গুরুতরভাবে আহত হয়। এই ঘটনার জেরে বুধবার রাতে খুমলুঙ সিন্ডিকেট এলাকায় বেশ কয়েকটি বাইক ও অটো ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। খবর পেয়ে ছুটে আসে জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক সহ টিএসআর জওয়ানরা। টাকারজলা বিধানসভা কেন্দ্রের সোনামনি পাড়ায় তিপ্রামথা দলীয় অফিসে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। মথার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা দলীয় অফিসে অগ্নিসংযোগ ঘটিয়েছে। পরিস্থিতি থমথমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *