August 2, 2025

এই প্রথম ‘বীর বাল দিবস’ উদযাপন!

 এই প্রথম ‘বীর বাল দিবস’ উদযাপন!

অনলাইন প্রতিনিধি :-২০২৩ সালের ৯ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফে ২৬শে ডিসেম্বর দিনটিকে বীর বাল দিবস হিসেবে পালন করার ঘোষণা দেওয়া হয়েছিল। শিখদের দশম গুরু গোবিন্দ সিংয়ের মাত্র পাঁচ এবং আট বছর বয়সি সন্তান সাহেবজাদারা ধর্মান্তকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শহীদ হয়েছিলেন। সেই বীর সাহেবজাদাদের স্মরণে এখন থেকে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় ২৬ ডিসেম্বর দিনটিকে ‘বীর বাল দিবস’ হিসেবে পালন করা হবে। এই প্রথমবারের মতো সাহেবজাদা জোরওয়ার সিং এবং ফতেহ সিংয়ের বীরত্ব ও শাহাদতের ৩১৮তম বার্ষিকী হিসেবে দিনটি পালিত হবে গোটা দেশব্যাপী।
উল্লেখ্য, বিজেপি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে মঙ্গলবার এই দিনটি উদযাপন করা হয়। এদিন রাজধানীর চানমারি স্কুলের সামনে থেকে শহীদ বীর বাল দিবস উদযাপনের অঙ্গ হিসেবে একটি র‍্যালির আয়োজন করা হয়। উক্ত র‍্যালিতে অঅংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা। এদিন র‍্যালিটি চানমারিস্থিত আর্মির গুরুদুয়ারে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ সাহেবজাদাদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *