August 3, 2025

ভয়ানক কান্ড, পুলিশই ডাকাত!!!

 ভয়ানক কান্ড, পুলিশই ডাকাত!!!

অনলাইন প্রতিনিধি :-পুলিশের পোশাক পড়ে জম্পুই সড়কে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই এবং মালপত্র লুঠ করার ঘটনা জড়িত কাঞ্চনপুর থানার এ এস আই পুর্ন মগকে গ্ৰেপ্তার করা হয়েছে। এই ঘটনা ঘিরে গোটা আরক্ষা প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য,গত বৃহস্পতিবার জম্পুই পাহাড় থেকে সুপারি কিনে কাঞ্চনপুর আসার পথে কাঞ্চনপুর থানার নতুনবাড়ি এলাকায় সুপারি ব্যবসায়ীদের তিনটি পিক আপ ভ্যান আটক করে পুলিশের পোশাক পড়া দুস্কৃতিরা। ওই দুষ্কৃতিরা ব্যবসায়ীদের সাথে থাকা নগদ অর্থ এবং ৩৬ বস্তা সুপারি লুঠ করে নিয়ে যায়। এই খবর দৈনিক সংবাদে প্রকাশের পরই নড়েচড়ে বসে রাজ্য আরক্ষা প্রশাসন। রবিবার কাঞ্চনপুর ছুটে আসেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং ডিআইজি এল ডারলং। তারা তদন্ত করে দেখেন, এই ঘটনার সাথে কাঞ্চনপুর থানায় কর্মরত পূর্ন মগ নামে এক এ এস আই জড়িত। তারপরই তাকে বরখাস্ত এবং গ্ৰেপ্তার করা হয়। সোমবার তাকে কাঞ্চনপুর ফৌজদারি আদালতে হাজির করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *