August 2, 2025

তথ্য সংস্কৃতি অফিসে তালা!!

 তথ্য সংস্কৃতি অফিসে তালা!!

অনলাইন প্রতিনিধি :-গন্ডাছড়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের দরজায় তালা ঝুলালো সংশ্লিষ্ট এলাকার শিল্পীরা। ঘটনা মঙ্গলবার। ঘটনাস্থলে ছুটে আসতে হয়েছে পুলিশ এবং টিএসআর বাহিনীকে। অভিযোগ শিল্পী এবং ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকা দেনা রেখে একপ্রকার পালিয়ে বেড়াচ্ছেন গন্ডাছড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মকর্তা। পাঁচ মাস ধরে তারা টাকার জন্য ঘুরছে। চলতি বছরের জুলাই মাসের আঠারো তারিখ থেকে গোটা দেশে এক কর্মসূচি পালনের ডাক দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে গোটা দেশের সীমান্ত লাগোয়া ছোট ছোট গ্রামগুলিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের ইতিহাসের কথাগুলি তুলে ধরার জন্য। কর্মসূচির নাম ছিলো,” সীমান্ত গ্রাম, ক্রান্তি বীর কা নাম”। সারা দেশের সাথে রাজ্যেও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রতিটি সীমান্ত গ্রামে এই কর্মসূচি পালন করা হয়। কিন্তু সেই অর্থ এখনো বকেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *