August 2, 2025

বিজেপির বিজয় মিছিলে জনঢল রাজপথে!

 বিজেপির বিজয় মিছিলে জনঢল রাজপথে!

অনলাইন প্রতিনিধি :-লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যে মোদি ম্যাজিক। পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী রবিবার অর্থাৎ ৩রা ডিসেম্বর ছিল চার রাজ্য তথা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। এবং প্রত্যাশিতভাবেই তেলেঙ্গানা ছাড়া বাকি তিন রাজ্যেই জয়ী হয় ভারতীয় জনতা পার্টি। সেই বিজয়ের উল্লাসে মেতে উঠে রাজ্য বিজেপিও।উল্লেখ্য তিন রাজ্যে বিজেপির জয়ের আনন্দে রবিবার এক বিজয় মিছিলের আয়োজন করা হয় প্রদেশ বিজেপির উদ্যোগে।

এদিন মিছিলটি রাজধানী আগরতলার কৃষ্ণনগর স্থিত বিজেপি প্রদেশ কার্য্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন, মন্ত্রী সুশান্ত চৌধুরী,মেয়র দীপক মজুমদার, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।এদিনের মিছিলে কর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক আনন্দ পরিলক্ষিত হয়। গেরুয়া আবির বিনিময়ের মাধ্যমে উল্লাসে মেতে উঠেন প্রত্যেকেই।বিজেপির জয়কে কেন্দ্র করে এদিন রীতিমতো জনঢল নেমে আসে রাজপথগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *