August 2, 2025

রাধাকৃষ্ণ জুয়েলারির লাকি ড্র!!

 রাধাকৃষ্ণ জুয়েলারির লাকি ড্র!!

অনলাইন প্রতিনিধি :-শারদীয়া স্বর্ণ বাহার এবং ধনতেরাস ধনবৃদ্ধির মেগার লাকি ড্র- র বিজেতাদের নাম ঘোষণা করল রাধাকৃষ্ণ জুয়েলারি। তিনজনের নাম দক্ষিণ জেলার রাহুল সাহা, রামনগর ৫ নং রোডের কণিকা সাহা, ধলাই জেলার ময়নামার সুপর্ণা রুদ্র পাল। শনিবার সাংবাদিকদের উপস্থিতিতে লটারির মাধ্যমে তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হরিদাস সাহা। আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া তিনটি শোরুমের খেলা একই সাথে অনুষ্ঠিত হয় এদিন। পুরস্কার স্বরূপ তিনটি স্কুটি অথবা তিনটি হীরের নেকলেস ডিসেম্বর মাসের মধ্যেই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান জুয়েলারি কর্তৃপক্ষ। ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে রাধা কৃষ্ণ জুয়েলারির বিবাহ মঙ্গল উৎসব। যেখানে সোনা ও হীরের গয়নার মজুরিতে থাকছে আকর্ষণীয় ছাড় এবং মেগা লাকি ড্র। বিজয়ী দম্পতির জন্য উপহার স্বরূপ থাকছে গোয়ার মধুচন্দ্রিমার প্যাকেজ। জানালেন রাধা কৃষ্ণ জুয়েলারি কর্ণধার নারায়ন দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *