ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
ভারতের মুকুটে ফের নয়া পালক!! নেপথ্যে ISRO!!

অনলাইন প্রতিনিধি :-মিশন সূর্য নিয়ে আরও বড় আপডেট দিল ইসরো। শনিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) টুইট করেজানিয়েছে যে, ভারতের আদিত্য-এল১ (Aditya L1)স্যাটেলাইটে থাকা আদিত্য সোলার উইন্ড পার্টিকাল এক্সপেরিমেন্ট (এএসপিইএক্স) পেলোড তার কার্যক্রম শুরু করেছে এবং স্বাভাবিক ভাবে কাজ করছে।