August 2, 2025

গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রী সুশান্ত!

 গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রী সুশান্ত!

অনলাইন প্রতিনিধি :-২০২২ সালে সেকেরকোটে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অধীনে প্রায় ৫০০ কোটি টাকার ওপর বাজেটের একটি বড়ো প্রজেক্ট হাতে নিয়ে কাজ শুরু করেছিল রাজ্য সরকার।

প্রায় ৮৫ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই প্রজেক্ট। এই প্রজেক্টের প্রায় ৩০% কাজ সম্পন্ন হয়েছে এখনো পর্যন্ত।

উল্লেখ্য, মঙ্গলবার গুর্খাবস্তিস্থিত খাদ্য ও ভোক্তা ভবনে রাজ্য প্রশাসন ও আইওসিএল-এর উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মূলত সেকেরকোটের এই প্রজেক্টের কাজে কী কী সমস্যা রয়েছে এবং সেগুলো নিরসনের মাধ্যমে কিভাবে অতিসত্ত্বর এই প্রজেক্টের কাজ সম্পন্ন করা যায় সে বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান শ্রী চৌধুরী। আগামী ২০২৫ সালের মধ্যেই এই প্রজেক্ট সম্পন্ন হবে বলে জানান তিনি। পাশাপাশি এই প্রজেক্টের মাধ্যমে রাজ্যবাসী উপকৃত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী শ্রী চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *