August 2, 2025

খেলোয়াড়দের বঞ্চনার অবসানে একজোট ক্রীড়া সংস্থাগুলি

 খেলোয়াড়দের বঞ্চনার অবসানে একজোট ক্রীড়া সংস্থাগুলি

আজ এনএসআরসিসির ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল কমপ্লেক্সে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রতন সাহার আহ্বানে রাজ্যের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব , ক্রীড়া সংগঠক ও বিভিন্ন স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উপস্থিতিতে বর্তমানে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের বিভিন্ন উন্নয়নমূলক ও খেলাধুলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে স্বার্থান্বেষীদের বাধাজনিত বিষয়ে এই বিস্তারিত আলোচনা হয় । আলোচনামূলক যে বিষয়গুলি উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে জনৈক ব্যক্তি রাজ্যের বিভিন্ন খেলার ইভেন্টে রাজ্যের খেলোয়াড়দের বঞ্চিত করে বাইরের খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন মিট – এ অংশগ্রহণ করেছে । তদ্রুপ রাজ্যে অনুমোদিত স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলিকে না জানিয়ে আরেকটি অ্যাসোসিয়েশন তৈরি করে , বেআইনি কাজ কর্ম চালাচ্ছে । ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সমেত অন্য অনেক ফেডারেশন থেকে যে অর্থ রাশিগুলি রাজ্যে এসেছে সেগুলো ক্রিয়া উন্নয়নে বা খেলোয়াড়দের স্বার্থে কতটা ব্যয় হয়েছে ইত্যাদি বিষয়ে রাজ্যের ক্রীড়া মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং আজকের এই সভায় উপস্থিত সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করে আগামীদিনে এই জাল ক্রীড়া সংগঠনগুলির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে । এছাড়া ক্রীড়া আন্দোলনে একটি স্পোর্টস ফোরাম তৈরি করা হবে । এই সভায় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন অর্জুন মন্টু দেবনাথ , বিমল রায় চৌধুরী , দিলীপ ভট্টাচার্য প্রমুখ । এই সভায় সভাপতিত্ব করে রতন সাহা । এদিকে , সূত্রে প্রকাশ , আজকের বৈঠকের মূল সুর ছিল মূলত অলিম্পিক নিয়ে । গত ৮/৯ বছরে রাজ্যের ক্রীড়া উন্নয়নে আইওএ যে ৫৯ লক্ষ টাকা দিয়েছে তার হিসাবপত্র এবং কোথায় খরচ হয়েছে তা নিয়ে আলোচনা হয় । সবার একটাই বক্তব্য , রাজ্যের স্বার্থে এবং রাজ্যের প্লেয়ারদের স্বার্থে কোনও কাজই করেছে না রাজ্য অলিম্পিক সংস্থা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *